ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঠাকুরগাঁওয়ের ৩ ডায়াগনস্টিক সিলগালা

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৪২, ২৮ মে ২০২২   আপডেট: ০০:০০, ২৯ মে ২০২২
ঠাকুরগাঁওয়ের ৩ ডায়াগনস্টিক সিলগালা

স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী ঠাকুরগাঁও জেলা শহরের বিভিন্ন অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় তিনটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।

শনিবার (২৮ মে) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদরের সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান।

এসময় শহরের উত্তরা ডক্টরস ডায়াগনস্টিক সেন্টার, মেডিনোভা ডক্টরস জোন এন্ড ডায়াগনস্টিক সেন্টার, নিউরন ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা ও প্রাইম ডায়াগনস্টিক সেন্টারকে পাচঁ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও যমুনা ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষের মুচলেকা নেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান জানান, অভিযান চলা কালে এসবডায়াগনস্টিক সেন্টার তাদের কার্যক্রম পরিচালনার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তাই সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও উত্তরা ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারের কম্পিউটার অপারেটারকে আটক করা হয়েছিল কিন্তু তাকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ বলেন, অবৈধভাবে যত্রতত্র গড়ে ওঠা ডায়াগনস্টিক সেন্টার গুলোর বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

মঈনুদ্দীন তালুকদার হিমেল/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়