ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শেয়াল মারার ফাঁদে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ২৯ মে ২০২২   আপডেট: ১১:৩৮, ২৯ মে ২০২২
শেয়াল মারার ফাঁদে শিশুর মৃত্যু

শেয়াল মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে জান্নাতি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (২৯ মে) ভোরে জেলার তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের তালম গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতী একই গ্রামের শিবপাড়ার জিল্লুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবপাড়ার বাসিন্দা আবু তালেবের মুরগির ফার্ম রয়েছে। ফার্মে যাতে শেয়াল না আসে সে জন্য তিনি রাতের বেলায় জেইআই তারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। রোববার ভোরে জান্নাতী আম কুড়াতে মুরগির ফার্মের পাশে যায়। এ সময় সে বিদ্যুতায়িত হয়ে মারা যায়।

তাড়াশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আবু তালেব তার মুরগির ফার্মে শেয়াল তাড়াতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। এতে জান্নাতী নামের এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফার্মের মালিক তালেবকে খোঁজা হচ্ছে। নিহতের পরিবার থেকে অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শিশুটির লাশ থানায় আনার প্রস্তুতি চলছে।

অদিত্য/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়