ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ২৯ মে ২০২২  
শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি পটুয়াখালী সরকারি কলেজের এক শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ওই কলেজের শিক্ষার্থীরা। 

রোববার (২৯ মে) সকাল ১০টার দিকে কলেজ এ মিছিলের আয়োজন করা হয়। পরে শিক্ষার্থীরা পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধনে করে। 

মানববন্ধনে বক্তারা,  নাঈমুল ইসলামের উপর হামলাকারী কম্পিউটার দোকানদার হাসানের কঠোরতম বিচার দাবি করেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের অনার্স উদ্ভিদ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহাবুদ্দিন শিহাব, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বেল্লাল হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নিলয় প্রমুখ। 

উল্লেখ্য, শনিবার দুপুরে কলেজের অনার্স গনিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নাঈমুল ইসলাম একটি কাগজ হাসনের কম্পিউটারের দোকানে প্রিন্ট করতে যান। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে হাসান নাঈমকে ছুড়িকাঘাত করে। পরে নাঈমকে েউদ্ধার করে হাসপাতালে ভর্তি করে অন্য শিক্ষার্থীরা। 

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এ ঘটনায় শনিবার বিকেলে নাঈমের পরিবার একটি মামলা করেছে। বিকেলেই আসামি গ্রেপ্তার করা হয়েছে।

ইমরান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়