ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রধানমন্ত্রীকে কটূক্তি, বগুড়ায় মহিলা দলের নেত্রীর বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ২৯ মে ২০২২  
প্রধানমন্ত্রীকে কটূক্তি, বগুড়ায় মহিলা দলের নেত্রীর বিরুদ্ধে মামলা

সুরাইয়া জেরিন রনির বিরুদ্ধে মামলা করেন বগুড়া জেলা আ. লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমমুদ

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি’র বিরুদ্ধে মামলা হয়েছে। 

শনিবার (২৮ মে) রাত ১০টায় গাবতলী মডেল থানায় মামলাটি  করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি। বিষয়টি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম। 

মামলায় উল্লেখ করা হয়েছে, সুরাইয়া জেরিন রনি অত্যন্ত অশ্লীল ভাষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। বক্তব্যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ প্রকাশ পেয়েছে তাতে বগুড়াসহ পুরো দেশবাসী বিস্মিত হয়েছে। রাজনৈতিক শিষ্ঠাচার বহির্ভূত তার এই বক্তব্যে প্রধানমন্ত্রীকে জনসাধারণের কাছে হেয় প্রতিপন্ন করা হয়েছে। 

গাবতলী থানার পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুরাইয়া জেরিন রনি শুক্রবার রাতে গাবতলী উপজেলা বিএনপির সম্মেলনে বক্তৃতা করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিরুপ মন্তব্য করেন। তার ওই বক্তৃতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। জেলা আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিন্দা জানান এবং বিএনপির এই নেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী তোলেন।

এনাম/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়