ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দুর্ঘটনায় নিহতদের দাফনে ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ২৯ মে ২০২২   আপডেট: ১৪:৫১, ২৯ মে ২০২২
দুর্ঘটনায় নিহতদের দাফনে ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণা 

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ জনের মরদেহ দাফনে ২০ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান।

এদিকে, দুর্ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন ক‌রে‌ছে জেলা প্রশাসন। 

রোববার (২৯ মে) ভোর সাড়ে ৫টায় উজিরপুরের বামরাইলে এ দুর্ঘটনা ঘটে। 

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ বলেন, যমুনা লাইন পরিবহনের একটি বাস ঢাকা থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়ার উদ্দেশ্যে যা‌চ্ছিলো। গাড়িটি বামরাইল পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নয় জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান। আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গাড়িটি উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। 

আরও পড়ুন: বরিশালে দুর্ঘটনা, ঘুমিয়ে ছিলেন চালক: ফায়ার সার্ভিস

নিহত ১০ জনের মধ্যে সাত জনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন, ঝালকা‌ঠি ওজলা সদ‌রের নেয়ড়ী এলাকার ম‌নির হো‌সেন হাওলাদা‌রের ছে‌লে আরাফাত হোসেন হাওলাদার (৯), পি‌রোজপুরের মঠবা‌ড়িয়া উপজেলার উত্তর ভেচ‌কি এলাকার কুদ্দুস আকনের ছেলে নজরুল ইসলাম আকন (৩৫), একই উপজেলার ভেচ‌কি এলাকার রা‌কিব আকনের স্ত্রী আনোয়ারা বেগম (২০),  বরগুনা জেলার বেতাগী উপ‌জেলার কা‌জিরবাদ এলাকার মোবারক আলী বেপারীর ছে‌লে হা‌লিম মিয়া (৩১), ফ‌রিদপুর জেলার নগরকান্দা থানার সুতারকান্দা এলাকার মৃত আওলাদ আলীর ছে‌লে সেন্টু মোল্লা (৫০), ব‌রিশালের বাকেরগঞ্জ উপ‌জেলার সুন্দরকা‌ঠি গ্রামের মৃত আবুল কা‌শেম হাওলাদারের ছেলে রমজান হাওলাদার (৩৮) ও ব‌রিশা‌লের উজিরপুর উপ‌জেলার মুন্ডুপাশা গ্রা‌মের মনোরঞ্জন শীলের ছে‌লে মাধব শীল (৪৫)।

বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, হাসপাতলে ভর্তি তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

জে.খান স্বপন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়