ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আসামির কিল-ঘুষিতে দুই পুলিশ সদস্য আহত

মেহেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ২৯ মে ২০২২   আপডেট: ১৮:২১, ২৯ মে ২০২২
আসামির কিল-ঘুষিতে দুই পুলিশ সদস্য আহত

আব্দুল মাবুদ

মেহেরপুরে আসামির কিল-ঘুষিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার (২৯ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন আদালতে এই ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা যায়, আব্দুল মাবুদ নামে ওই আসামি একটি মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন। এ ঘটনার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। মাবুদের গ্রামের বাড়ি গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে।

হামলায় আহত দুই পুলিশ সদস্য হলেন- পুলিশ কনস্টেবল আজিম ও রেজাউল ইসলাম। তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মুহাম্মদ রাফিউল আলম।

আহত পুলিশ সদস্যরা জানান, আব্দুল মাবুদের স্ত্রী জেসমিন খাতুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। ওই মামলার আসামি হিসেবে আদালতে হাজিরা দিতে যান মাবুদ। এসময় মামলার বাদী পক্ষের কয়েকজন সাক্ষ্য দিতে গেলে তাদের উচ্চস্বরে হুমকি দেন তিনি। একপর্যায়ে মাবুদ উত্তেজিত হয়ে পড়লে তাকে নিবৃত করার চেষ্টা করি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমাদের উপর আক্রমণ চালান। উপর্যপুরি কিল-ঘুষি দিয়ে পালানোর চেষ্টা করেন।

আদালতের দায়িত্বরত পুলিশ পরিদর্শক গোলাম মোহাম্মদ বলেন, ‘সরকারি কাজে বাধা প্রদান ও আদালতে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মাবুদের নামে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। তাকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।’

মহাসিন/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়