ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাতক্ষীরায় পিস্তলসহ নারী গ্রেপ্তার 

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ৩০ মে ২০২২  
সাতক্ষীরায় পিস্তলসহ নারী গ্রেপ্তার 

সাতক্ষীরার সদর উপজেলায় আবাদের হাটখোলা থেকে পুলিশ পিস্তলসহ ফরিদা খাতুন (৪২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে। সোমবার (৩০ মে) ভোর রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ফরিদা খাতুন সদর উপজেলার আবাদের হাট গ্রামের ফজর আলী মিস্ত্রীর মেয়ে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি মো. গোলাম কবীর জানান, স্বামী পরিত্যক্তা ফরিদা তার ছেলেকে নিয়ে আবাদের হাটখোলায় ভাই মুনসুরের হোটেলে কাজ করে জীবিকা নির্বাহ করে। বসতঘরের খাটের নিচে মাটিতে অস্ত্র পুতে রাখা আছে— এমন খবরের ভিত্তিতে ভোর রাত ৩টার দিকে উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশ ফজর আলী মিস্ত্রীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ফরিদা খাতুনের ঘরের খাটের নিচে মাটিতে পুতে রাখা পিস্তল উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় ফরিদাকে।

পুলিশের জিজ্ঞাসাবাদে ফরিদা খাতুন জানিয়েছে, তার ঘর থেকে উদ্ধার হওয়া পিস্তল তার ভাই বাঘ মোস্তফা খাটের নিচে মাটির মধ্যে পলিথিনে মুড়িয়ে রেখে যায়। 

অস্ত্রসহ ফরিদা খাতুনকে গ্রেপ্তারের ঘটনায় উপপরিদর্শক আরিফ হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছেন। ফরিদাকে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।  

শাহীন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়