ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইটনায় নৌকাডুবি: একজনের মৃত‌্যু, শিশু নিখোঁজ

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ৩১ মে ২০২২   আপডেট: ১২:৩৫, ৩১ মে ২০২২
ইটনায় নৌকাডুবি: একজনের মৃত‌্যু, শিশু নিখোঁজ

ফাইল ছবি

কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনু নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে মহল বেগম (৫০) নামে এক নারী যাত্রীর মৃত‌্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত এক শিশু নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (৩১ মে) সকাল সাড়ে ১১টায় ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মোল্লা বিষয়টির সত‌্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নৌকা ডুবে মহল বেগম মারা গেছেন। তিনি মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের সালেক মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, সকালে মিঠামইনের ঢাকী ইউনিয়ন থেকে একটি যাত্রীবাহী নৌকা ২০জন যাত্রী নিয়ে চামটা বন্দরের উদ্দেশ‌্যে ছেড়ে আসে। এ সময় ইটনা উপজেলার এলংজুড়ি বাজার ঘাট থেকে যাত্রী নিয়ে যাওয়ার সময় হঠাৎ নৌকাটি ডুবে যায়। তখন স্থানীয়দের সহায়তায় নৌকার যাত্রীরা পাড়ে উঠতে সক্ষম হলেও একজন নারী নৌকার ভেতর আটকা পড়ে মারা যান। 

ওসি আরও জানান, নৌকার যাত্রীদের তথ‌্য অনুযায়ী একজন শিশু এখনো নিখোঁজ রয়েছে। স্থানীয়দের সহায়তায় শিশুটিকে খুঁজে বের করতে উদ্ধারকাজ চাজ চলছে।

/রুমন চক্রবর্তী/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়