ঝালকাঠিতে শ্রমিক লীগের প্রতিবাদ সমাবেশ
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি এবং বিএনপি ও জামায়েট জোটের পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় শ্রমিক লীগ জেলা শাখা।
বৃহস্পতিবার (২ জুন) সকালে সংগঠনটির জেলা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। সেটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শ্রমিক লীগ ঝালকাঠি জেলা শাখার সদস্য সচিব সুমন তালুকদার বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যতম সফল রাষ্ট্র নায়ক। তাকে নিয়ে যদি কেউ কোনো কটূক্তি করে তার দাত ভাঙ্গা জবাব দিতে শ্রমিক লীগ প্রস্তুত রয়েছে। পদ্মাসেতু আমাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘ দিনের প্রাণের দাবি ছিল। আমাদের সেই দাবি আজ পূরন হতে চলেছে । এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই। পদ্মাসেতু নিয়ে বিএনপি ও জামায়েট জোটের ষড়যন্ত্র কোনো দিনই বাস্তবায়ন হবে না।’
বিক্ষোভ মিছিলে শ্রমিক লীগের ঝালকাঠি শাখার আহবায়ক হারুন অর রশীদসহ সংগঠনের কয়েক শ নেতা-কর্মী অংশ নেন।
অলোক/ মাসুদ
আরো পড়ুন