ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মাছের ঘেরে ৯ ফুট লম্বা অজগর

বাগেরহাট  প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৫, ২ জুন ২০২২   আপডেট: ২২:১২, ২ জুন ২০২২
মাছের ঘেরে ৯ ফুট লম্বা অজগর

বাগেরহাটের মোংলা উপজেলার খাসপাড়া গ্রামের একটি মাছের ঘের থেকে ৯ ফুট লম্বা এক অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে অজগরটি উদ্ধার করা হয়। পরবর্তীতে সংরক্ষিত বনাঞ্চলে এটি অবমুক্ত করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের জিউধরা স্টেশনের স্টেশন কর্মকর্তা মোহাম্মাদ শাহজাহান বলেন, ‘জোয়ারের পানিতে ভেসে এসে সুন্দরবন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটি মাছের ঘেরে আশ্রয় নেয় অজগরটি। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে অজগরটিকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। অজগরটি ৯ ফুট লম্বা ও ওজন ৫ কেজি।’

টুটুল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়