ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

দেশি পেঁয়াজের দখলে হিলির বাজার

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ৫ জুন ২০২২   আপডেট: ১২:৪৯, ৫ জুন ২০২২
দেশি পেঁয়াজের দখলে হিলির বাজার

ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দিনাজপুরের হিলি বন্দরবাজার দখল করে নিয়েছে দেশি পেঁয়াজ। পাইকারি বাজারে এখন দেশে উৎপাদিক পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ টাকা দরে। তা আবার খুঁচরা বাজারে ব্যবসায়ীরা বিক্রি করছেন ৩০ টাকা কেজি দরে। 

রোববার (৫ জুন) সকালে হিলি পেঁয়াজ বাজার ঘুরে দেখা যায়, যেসব পাইকারি আড়তগুলোতে ভারতীয় পেঁয়াজের দখলে ছিলো। এখন সেই সব আড়তে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে। প্রতিটি খুচরা দোকানেও রয়েছে দেশি পেঁয়াজের পর্যাপ্ত মজুত। 

হিলি বাজারে সবজি কিনতে আসা লুৎফর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘কয়েক দিন আগে ভারতের পেঁয়াজ নিয়েছিলাম ৩০ টাকা কেজি দরে। আজ (রোববার) পেঁয়াজ নিতে এসে দেখি ভারতীয় পেঁয়াজ বাজারে নেই। সব দোকানে রয়েছে দেশি পেঁয়াজ। তবে দামটা একি রকম, দাম যদি একি হয় তাহলে ভারতীয় পেঁয়াজের দরকার নেই।’

হিলি বাজারে সবজি বিক্রেতা আব্দুল লতিফ বলেন, ‘কয়েকদিন থেকে ভারতের পেঁয়াজ আর পাওয়া যাচ্ছে না। দেশি পেঁয়াজের দামও কম। তাই লোকজন দেশি পেঁয়াজি বেশি কিনছেন।’

পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, ‘দুইদিন আগে ভারতীয় পেঁয়াজ শেষ হয়ে গেছে। দেশের বিভিন্ন মোকাম থেকে দেশি পেঁয়াজ পর্যাপ্ত আমদানি হচ্ছে। দামও স্বাভাবিক, তাই ক্রেতাদের তা কিনতে মাথা ব্যাথা নেই। ২৮ টাকা কেজি দরে পাইকারিতে পেঁয়াজ দিচ্ছি।’ 

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা বলেন, ‘রোজার ঈদের পর থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। ঈদের আগে এ বন্দরে পর্যাপ্ত পেঁয়াজের আমদানি হয়েছিলো। সেই সব পেঁয়াজ এতোদিন বিক্রি করেছে। পেঁয়াজের ইমপোর্ট পারমিট (আইপি) বন্ধ আছে। যদি সরকার পেঁয়াজের পারমিট আবার দেয় তাহলে আমরা আবার ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু করবো। তাতে পেঁয়াজের দাম আরও কমে যাবে।’

মোসলেম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়