ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফায়ার ফাইটার রনির দাফন সম্পন্ন

শেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ৭ জুন ২০২২   আপডেট: ১২:৫৮, ৭ জুন ২০২২
ফায়ার ফাইটার রনির দাফন সম্পন্ন

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন নেভাতে গিয়ে নিহত শেরপুরের ছেলে ফায়ার ফাইটার রনির দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) সকাল ১০টার দিকে শেরপুর সদরের হেরুয়া বালুরঘাট গ্রামে রনির জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা তাকে গার্ড অব অনার ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। জানাযা শেষে রনিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় রনির আত্মীয়-স্বজনসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। 

এর আগে সকাল সাড়ে ৬টার দিকে নিহত রনির মরদেহে এসে পৌঁছে তার গ্রামের বাড়িতে। 

প্রসঙ্গত, শনিবার (৪ জুন) রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  সে সময় আগুন নেভাতে গিয়ে রাসায়ানিক পদার্থ বিস্ফোরণে ফায়ার সার্ভিসের ৯ সদস্য নিহত হন। নিহতদের মধ্যে ফায়ার ফাইটার রনিও ছিলেন।

তারিকুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়