ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মাঙ্কিপক্স সন্দেহে ভারতফেরত বাংলাদেশি হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ১০ জুন ২০২২   আপডেট: ২০:৫১, ১০ জুন ২০২২
মাঙ্কিপক্স সন্দেহে ভারতফেরত বাংলাদেশি হাসপাতালে

ফাইল ফটো

যশোরে মাঙ্কিপক্স সন্দেহে আব্বাস আলী (৪২) নামে এক ভারতফেরত বাংলাদেশি যাত্রীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১০ জুন) সকাল ১০টার দিকে তিনি বেনাপোল হয়ে দেশে ফেরেন। এর আগে, গত ৩ জুন কোলকাতা যান তিনি। আব্বাস আলী মাগুরার শালিখা উপজেলার ইব্রাহিমরে ছেলে।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, দেশে আসার পর স্বাস্থ্য পরীক্ষায় আব্বাস আলীর শরীরে ‘পক্স’ ধরা পড়ে। পরে কর্তব্যরত চিকিৎসক এটা মাঙ্কিপক্স মনে করে দ্রুত তাকে স্বাস্থ্য কেন্দ্রে পাঠান।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আক্তারুজ্জামান বলেন, ‘শনিবার আব্বাস আলীর অধিক পরীক্ষা নিরীক্ষার পর সঠিক রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

রিটন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়