ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লালমনিরহাটের সব ছোট নদী প্লাবিত

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ১১ জুন ২০২২  
লালমনিরহাটের সব ছোট নদী প্লাবিত

তিন দিনের টানা বর্ষণে লালমনিরহাটে ছোট নদীগুলোতে আশঙ্কাজনক পানি বেড়েছে। এতে আমন চাষে বিলম্ব হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খাটুমারা, খানা, খাপরা, গিদারী, চেনাকোলা, ত্রিমোহনী, ভাটেশ্বরী, সানিয়াজান, সতী, সিঙ্গিমারী, স্বর্ণামতির মতো ছোট নদীগুলোতে অনুমানের চেয়েও বেশি পানি বেড়েছে। নদীগুলোর আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 

স্থানীয় কৃষকরা শসা ও মরিচ ক্ষেতের ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন।

অপরদিকে শুক্রবার (১০ জুন)  ব্যারাজ পয়েন্টে তিস্তায় বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক রুহুল আমিন জানিয়েছেন। তিনি জানান, বর্ষার আগাম প্রস্তুতিতে ব্যারাজের সব গেট খুলে রাখা হয়েছে।

জেলা কৃষি দপ্তরের উপ-পরিচালক হামিদুর রহমান বলেন, এরমধ্যে বোরো ৯৯ % উঠে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গতবারে চেয়ে তিনগুণ বেশি বৃষ্টি হচ্ছে এবার। এটা দীর্ঘস্থায়ী হলে আমন লাগাতে সমস্যা হবে।

ফারুক/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়