ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ট্রেনের আগুন নিয়ন্ত্রণে, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ 

মৌলভীবাজার সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ১১ জুন ২০২২   আপডেট: ১৫:০৬, ১১ জুন ২০২২
ট্রেনের আগুন নিয়ন্ত্রণে, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ 

আগুনে তিনটি বগি পুড়ে গেছে

মৌলভীবাজারের কমলগঞ্জে পারাবত ট্রেনের বগিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

শনিবার (১১ জুন) দুপুর ১টার দিকে পারাবত ট্রেনের বগিতে পাওয়ার কারে আগুন লাগে। আগুনে তিনটি বগি পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

আরও পড়ুন: পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

শ্রীমঙ্গল রেলওয়ের স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজ চলছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস শমশেরনগর রেলস্টেশনের আউটারে পৌঁছালে পাওয়ার কারে আগুন লাগে। এরপর চালক ট্রেনটি থামিয়ে দেন। আগুন লাগা তিনটি বগি আলাদা করা হয়। আতঙ্কিত যাত্রীরাও ট্রেন থেকে নেমে পড়েন। খবর পেয়ে কুলাউড়া ও মৌলভীবাজার থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আশরাফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়