ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দ্রুত বাড়ছে তিস্তা ও ধরলার পানি

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ১২ জুন ২০২২   আপডেট: ১৬:৪৩, ১২ জুন ২০২২
দ্রুত বাড়ছে তিস্তা ও ধরলার পানি

ভারী বর্ষণ ও উজানের ঢলে দ্রুত বাড়ছে তিস্তা ও ধরলা নদীর পানি। এতে নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

রোববার (১২ জুন) বিকেল ৩টায় লালমনিরহাটের তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে, শনিবার পানি বিপদসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

সরেজমিন দেখা যায়, ধরলা ও তিস্তার পানি বৃদ্ধি পেয়ে নদী নিকটবর্তী নিম্নাঞ্চলে ঢুকে পড়ছে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘ভারী বর্ষণ ও উজানের ঢলে দুই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বর্ষাতে এমন পানি বৃদ্ধি স্বাভাবিক। এতে নতুন করে নিচু অঞ্চল প্লাবিত হতে পারে।’

ফারুক/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়