ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিএনপির হামলায় ৫ পুলিশ আহত, উপজেলা সভাপতিসহ আটক ১৩

বরগুনা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৭, ১৩ জুন ২০২২   আপডেট: ২০:১১, ১৩ জুন ২০২২
বিএনপির হামলায় ৫ পুলিশ আহত, উপজেলা সভাপতিসহ আটক ১৩

বরগুনার আমতলী উপজেলা বিএনপি অফিসের সামনে সোমবার (১৩ জুন) বিকেলে বিএনপি, ছাত্রদল, যুবদলের হামলায় পুলিশের এক এসআই, তিন এএসআই ও এক পুলিশ সদস্য আহত হয়েছে। আহতরা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনায় উপজেলা বিএনপি'র সভাপতিসহ ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন— এসআই দাদন মিয়া (৪৩), এএসআই শহীদুল আলম হাওলাদার (৪৮), এএসআই কামাল উদ্দিন মিয়া (৩৮), এএসআই সোহরাব (৩৪) ও পুলিশের সদস্য কবির খান (৪০)। 

ঘটনার পরপরই পুলিশ বিএনপি অফিসসহ এর আশপাশ এলাকায় অভিযান চালিয়ে বিএনপির উপজেলা সভাপতি জালাল উদ্দিন ফকির, পৌর বিএনপি সাধারণ সম্পাদক কামরুজ্জামান হিরু, যুবদল নেতা কাউন্সিলর সামসুল হক চৌকিদার, মৎস্যজীবী দলের উপজেলা সভাপতি কবির তালুকদারসহ ১৩ জনকে আটক করেছে। 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান রাইজিংবিডিকে বলেন, বিএনপির উপজেলার কার্যালয়ের সামনে দিয়ে পুলিশের টিম যাচ্ছিল। এ সময় হঠাৎ উপজেলা বিএনপির সভাপতির নেতৃত্বে ছাত্রদল-যুবদল একত্রিত হয়ে পুলিশের উপর হামলা করে। এলোপাথাড়ি ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে তারা। এতে ৫ পুলিশ আহত হয়েছে। মোবাইল ফুটেজ দেখে সঙ্গে সঙ্গে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইমরান/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়