ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চাঁদা তুলে চলছে সড়কের সংস্কার

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ১৪ জুন ২০২২   আপডেট: ১২:১৬, ১৪ জুন ২০২২
চাঁদা তুলে চলছে সড়কের সংস্কার

সড়কটির জায়গায় জায়গায় গর্ত। বৃষ্টি হলেই গর্তে পানি জমে যায়। এছাড়া কাদার কারণে পিচ্ছিল সড়কে যানবহন চালাতে ভোগান্তিতে পড়তে হয়। অবশেষে দুর্ভোগ লাঘবে ইজিবাইক সমিতির কয়েক জন্য সদস্য স্থানীয় বাসিন্দা ও পরিবহন চালকদের কাছ থেকে চাঁদা তুলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন।

সোমবার (১৩ জুন) বিকেলে বোয়ালদাড় ইউনিয়নে গিয়ে দেখা যায়, বোয়ালদাড় বাজারের সড়কটির বেহাল দশা। ইউনিয়ন পরিষদ থেকে বাজার পর্যন্ত আধা কিলোমিটার খানাখন্দে ভরা এই সড়ক। খানা খন্দকের কারণে ছোটবড় যানবহনের জন্য এই সড়কটি এখন যাতায়াতের অনুপযোগী হয়ে উঠেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে সড়কটি সংস্কারের জন্য বারবার বলা হলেও তাতে কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়েই ইজিবাইক সমিতির চালকরা ওই সড়ক দিয়ে যাতায়াতকারী সব যানবাহনের চালক ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে চাঁদা তুলে সড়কটি সংস্কারের ব্যবস্থা করছেন।

ইজিবাইক চালক এখলাস হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘হিলি থেকে দলারদর্গা পর্যন্ত এই সড়কে ইজিবাইকসহ বিভিন্ন ধরনের ছোট-বড় গাড়ি যাতায়াত করে। বোয়ালদাড় বাজারের সামনের সড়কটির কয়েকটি স্থানে ভেঙে গেছে। কয়েক দিন ধরে এই স্থানে দিয়ে সব যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। বোয়ালদাড় ইউনিয়ন চেয়ারম্যানের কাছে এ বিষয়ে কথা বলতে গেছিলাম। তিনি বলেছেন বিষয়টি পরে দেখা হবে।’ 

তিনি আরো বলেন, ‘নিরুপায় হয়েই আমরা নিজেরাই ইটভাটা থেকে আদলা ইট নিয়ে এসে খানাখন্দগুলো ভরাট করছি। প্রায় ১১ হাজার টাকার ওপরে খরচ হয়েছে আমাদের। তাই বিভিন্ন যানবাহনের কাছ থেকে ১০/২০ টাকা করে তুলে সড়কটি ঠিক করার কাজ করছি।’

একজন মোটরসাইকেল আরোহী বলেন, ‘দলারদর্গায় বাড়ি আমার, প্রতিদিন হিলি থেকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু রাস্তাটির এমন বেহাল অবস্থা, চলাচলে খুবি অসুবিধার মধ্যে পরতে হয়।’

অটোভ্যানের কয়েকজন যাত্রী বলেন, এই আধা কিলোমিটার মতো রাস্তায় অনেক খানাখন্দ, ভ্যানে বসে থাকা খুবি কষ্টকর। সরকারের নিকট আবেদন দ্রুত সড়কটি যেন সংস্কার করা হয়।

বোয়ালদাড় ইউনিয়নের চেয়ারম্যান ছদরুল ইসলাম বলেন, ‘২০ থেকে ২৫ দিন আগে সড়কটি সংস্কারের জন্য ৫০০ ইট দিয়েছিলাম।’

হাকিমপুর উপজেলা এলজিইডি কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ‘নতুন অর্থবছরে এসব সড়কের সংস্কার কাজ শুরু করবো। আমরা ইতোমধ্যে উপজেলার বিভিন্ন সড়ক সংস্কারের জন্য তালিকা পাঠিয়েছি।’

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম বলেন, ‘বোয়ালদাড় বাজারের সড়কটি খানাখন্দে ভরে গেছে এবং চাঁদা তুলে ইজিবাইক চালকরা সড়কটি সংস্কার করছে, বিষয়টি জানতে পারলাম। আমি দ্রুত স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করছি এবং সরেজমিন গিয়ে বিষয়টি দেখবো। তারা যেন চাঁদা তুলে সংস্কার না করতে পারে সেটাও দেখা হবে। এছাড়াও এলজিইডির নিকট বিষয়টি তুলে ধরা হবে।’

মোসলেম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়