ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টাঙ্গাইলে আরো দুটি ইউপি নির্বাচন স্থগিত

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ১৪ জুন ২০২২  
টাঙ্গাইলে আরো দুটি ইউপি নির্বাচন স্থগিত

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর এবং মধুপুর উপজেলার ফুলবাগচালা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান একথা জানান। 

নবম ধাপে এই দুটি ইউনিয়নসহ বুধবার (১৫ জুন) জেলার ২২ টি ইউপিতে ভোট গ্রহণের কথা ছিলো। 

এর আগে রবিবার মধুপুরের অরণখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, গোপালপুরের হেমনগর ইউনিয়নের সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে এক ব্যক্তি উচ্চ আদালতে রিট পিটিশন করেন। ওই রিটের জন্য গত সোমবার উচ্চ আদালত আদেশ দেন। আদালতের আদেশ প্রতিপালনের জন্য নির্বাচন কমিশন হেমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। 

অপর দিকে মধুপুরের ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নির্বাচন কমিশন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচন কমিশনের ওই চিঠিতে স্থগিত করার কোন কারণ উল্লেখ করা হয়নি।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ফুলবাগচালা ইউনিয়নে ভোটার তালিকায় কিছু জটিলতা থাকায় কমিশন নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত দিয়েছে।

আরো পড়ুন: মধুপুরের সেই ইউপিতে নির্বাচন স্থগিত

‘যারা নৌকায় ভোট দিতে নারাজ, কেন্দ্রে আসবেন না’

কাওছার/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়