ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গাজীপুরে পোশাক কারখানায় আগুন 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৬, ১৫ জুন ২০২২   আপডেট: ০৯:৩৯, ১৫ জুন ২০২২
গাজীপুরে পোশাক কারখানায় আগুন 

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় এ্যাপারেলস্ প্লাস নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। 

বুধবার (১৫ জুন) সকাল ৮টার দিকে ওই কারখানায় আগুন লাগে।

শ্রমিকরা জানান, কারখানার সাত তলা ভবনের চতুর্থ তলার কাটিং সেকশনে আগুন লাগে। ওই তলায় ফেব্রিক্স, কাটিং ও ফিউজিং মেশিনসহ বিভিন্ন ধরনের মালামাল ছিলো। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এখন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, বুধবার সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার এ্যাপারেলস্ প্লাস কারখানার ভবনে কাটিং সেকশনে আগুন লাগার পর  ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর ও আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

রেজাউল করিম/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়