ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মাছ ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, আহত ২

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ১৬ জুন ২০২২  
মাছ ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, আহত ২

কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাকিষ বাতান এলাকায় দুই মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৬ জুন) ভোরে উপজেলার মাকিষ বাতান হাইটেক সিটি রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-রাজধানীর মিরপুর পল্লবী এলাকার মোসলেম সরকারের ছেলে অলিউল্লাহ (৩২) ও তাজুল ইসলামের ছেলে মোহাম্মদ আবু (৩৫)।

পুলিশ ও আহতদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ঢাকার মিরপুর থেকে মাছ ব্যবসায়ী  অলিউল্লাহ, আবু, রানা, মোরশেদ পিকআপ ভাড়া করে মাছ কেনার জন্য কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা দেন। পরে উপজেলার মাকিষ বাতান হাইটেক সিটি রেল স্টেশন এলাকায় পৌঁছালে, পেছন থেকে মোটরসাইকেলে তিন যুবক এসে গাড়ির গতিরোধ করে। এ সময় মোটরসাইকেল থেকে নেমে এক যুবক অলিউল্লাহকে কুপিয়ে ডান হাতের আঙ্গুল কেটে ফেলে। এটা দেখে ভয়ে দৌড়ে পালাতে গেলে মাছ ব্যবসায়ী আবুর ডান পায়ে এলোপাতাড়ি কুপ দেয় দুর্বৃত্তরা। এ সময় অলিউল্লাহ কাছে  ৫২ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন এসে তাদের কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, বিষয়টি অনুসন্ধান করে দেখছি। দুর্বৃত্তদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। 

/রেজাউল/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়