ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ১৬ জুন ২০২২   আপডেট: ১৫:১৯, ১৬ জুন ২০২২
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক 

ছবি: রাইজিংবিডি

চার ঘণ্টার বেশি বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গাজীপুরের শ্রীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশন এলাকায় ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় এই পথে ট্রেন চলাচল বন্ধ ছিল।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের ষ্টেশন মাষ্টার খায়রুল ইসলাম। 

এর আগে একই দিনে সকাল পৌনে ১০টার দিকে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। 

খায়রুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধার করলে দুপুর পৌনে ২টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরো  বলেন, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি রাজেন্দ্রপুর স্টেশনের এক নম্বর লাইনে প্রবেশের সময় এর একটি বগি লাইনচ্যুত হয়। 

আরো পড়ুন: গাজীপুরে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ 

রফিক/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়