ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ছাত্রকে বেধড়ক বেত্রাঘাত ও লাথি দিলেন শিক্ষক 

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০০, ১৬ জুন ২০২২   আপডেট: ২১:০৩, ১৬ জুন ২০২২
ছাত্রকে বেধড়ক বেত্রাঘাত ও লাথি দিলেন শিক্ষক 

যশোরে নবম শ্রেণীতে পড়ুয়া ছাত্রকে বেধড়ক মারধর ও বুকে লাথি দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। মারধরে জখম হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই শিক্ষার্থী। 

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে সাড়ে ১২টার দিকে শহরের মিউনিসিপ্যাল প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী শুভ ইসলামকে মারধর করা হয়। শুভ শহরের শংকরপুর এলাকার পলাশ হোসেনের ছেলে। এ ঘটনায় অভিভাবকদের ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শুভ ইসলাম বলেন, ‘তাদের বিদ্যালয়ে অর্ধবার্ষিকী পরীক্ষা চলছে। বৃহস্পতিবার (১৬ জুন) ছিল তাদের শেষ পরীক্ষা। এ দিন পরীক্ষা শেষ হওয়ায় ক্লাস রুমে কয়েকজন বন্ধু ও বান্ধবী মিলে ছবি তুলছিলাম। তাদের এই ছবি তোলা দেখতে পেয়ে সহকারী প্রধান শিক্ষক আমিরুল ইসলাম এসে আমাকে বেধড়ক বেত্রাঘাত শুরু করেন। একপর্যায়ে বুকে লাথি মারলে আমি ছিটকে পড়ে যায়।’ 

শুভ ইসলাম বলেন, ‘পরীক্ষা শেষে ক্লাস রুমে হৈ-হল্লোড়, চিৎকার করেনি। বিনা কারণে এসে আমাকে মারলেন।’ 

অভিযুক্ত শিক্ষক আমিরুল ইসলাম বলেন, ‘এর আগেও শুভ বিদ্যালয়ে বিশৃঙ্খলায় জড়িত ছিল। বার বার তাকে সতর্ক করা হলেও নিজেকে শোধরায়নি। পরীক্ষা শেষ হলে শ্রেণীকক্ষে তার কয়েকজন বন্ধুকে নিয়ে এক মেয়ের সঙ্গে সেলফি তুলছিল। তাদের সেলফি ও ছবি তোলা দৃষ্টিকটু হওয়ায় রাগে ছেলেটিকে মারধর করেছি। তবে রাগের মাথায় লাথি মারা ঠিক হয়নি।’ 

শিক্ষার্থীর মা শাহানা খাতুন বলেন, দোষ করলে শিক্ষক শাসন করতে পারেন। তাই বেধড়ক মারধর ও বুকে লাথি মারা শিক্ষকের কাজ না। এমনভাবে ছেলেকে মেরেছে, সারা শরীরে জখমের দাগ ও সাদা স্কুল ড্রেস রক্তে লাল হয়ে গেছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর খান বলেন, ‘শিক্ষার্থীর দোষ থাকলেও এভাবে মারা ঠিক হয়নি। সহকারী শিক্ষক রাগের মাথায় কাজটি করেছেন। ঘটনার পর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও স্বজনদের ডাকি। দুইপক্ষের বক্তব্য শুনেছি। ম্যানেজিং কমিটির সিন্ধান্তে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’ 

জেলা শিক্ষা অফিসার এ কে এম গোলাম আযম বলেন, ‘আমি সাংবাদিকদের কাছ থেকে খবর শুনে ব্যথিত হয়েছি। প্রধান শিক্ষকের সঙ্গে ফোনে কথা বলে অভিযুক্ত শিক্ষককে শোকজ করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।’

রিটন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়