ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘আগে একা চলাফেরা করতে ভয় পেতাম, এখন আর পাই না’

ভোলা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১১, ১৭ জুন ২০২২   আপডেট: ১০:২১, ১৭ জুন ২০২২
‘আগে একা চলাফেরা করতে ভয় পেতাম, এখন আর পাই না’

আগে একা চলাফেরা করতে ভয় পেতাম এখন আত্মবিশ্বাস অর্জন করেছি, নিজেকে নিয়ে এখন আর ভয় পাইনা- বলেছেন দ্বীপজেলা ভোলার কিশোরী জান্নাতুল ফেরদৌস।

এই কিশোরী আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ার পর সংশ্লিষ্ট বিষয়ে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকালে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

প্রতিযোগিতায় অংশ নেওয়া আরেক কিশোরী তামান্না আক্তার বলেন, নিজেকে রক্ষার বিষয়ে কৌশল শিখেছি, যে কোন সময় নিজেকে রক্ষা করতে পারবো বলে বিশ্বাস রয়েছে।

নুর নাহার বেগম নামে প্রতিযোগিদের একজন অভিভাবক বলেন, আমাদের মেয়েরা আত্মরক্ষার কৌশল শিখেছে, এখন জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এটি একটা ভালোলাগার বিষয়।

ভোলার তিন উপজেলার ১৭০ জন কিশোরীকে আত্মরক্ষার কৌশল (কারাতে) প্রশিক্ষণ দিয়েছে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

দেশে বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের আওতায় সুশিলন এ প্রশিক্ষণের আয়োজন করে। ভোলার দৌলতখান, বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলা থেকে বাছাইকৃত প্রশিক্ষণপ্রাপ্ত ৭০ জন কিশোরীকে জেলা পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৬ জুন) জেলা শিল্পকলা একাডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে নুর নাহার, জান্নাতুল মিকা, লীলা আক্তার, অনন্যা জাহান মিম, সুবাইয়া আক্তার, নাদিয়া ইসলাম, তৃষা রহমান ও রুনা বিভিন্ন ওয়েটে চ্যাম্পিয়ান হয়েছেন।

প্রশিক্ষণের আয়োজক প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের তৌফিকুল ইসলাম বলেন, আমরা কিশোরিদের আত্মরক্ষার কৌশল শিখিয়েছি, এরমধ্যে প্রত্যেকটা কিশোরি জীবনে চলার পথে উপকৃত হবে। এরাই একদিন জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশগ্রহণ করে ভালো করতে পারবে।

জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুক। এ সময় প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের শহিদুল ইসলাম, সুশিলন টিম ম্যানেজার রফিকুল বাহার, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটনসহ গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

আত্মবিশ্বাস অর্জন ও নির্বিঘ্নে চলাফেরা ও বাল্যবিবাহ রোধে ভোলার তিনটি উপজেলার ১৭০ জন কিশোরিকে ৩২ দিনে  আত্নরক্ষার কৌশল শেখানোর এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

মনজুর/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়