ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৩০০ পরিবার পানিবন্দী

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ১৭ জুন ২০২২  
বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৩০০ পরিবার পানিবন্দী

ছবি: রাইজিংবিডি

টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শুক্রবার (১৭ জুন) নীলফামারীর ডালিয়া পয়েন্টের তিস্তা ব্যারাজে সকাল ৬টায় নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়।

সকাল ৯টায় এই পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৯ সেন্টিমিটার কমে আসে। নদীর পানি বাড়ায় তিস্তা কমান্ড এলাকার চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

পড়ুনপ্লাবিত হওয়ায় হাওরের স্কুলগুলোতে পাঠদান ব্যাহত

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি সকাল ৬টায় বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে পানির প্রবাহ কিছুটা কমতে শুরু করেছে। তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। 

এদিকে, তিস্তা নদীর পানি বাড়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই, পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবড়ি, খালিশাচাঁপানী ও ঝুনাগাছ চাঁপানী ও জলঢাকা উপজেলা গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, কৈইমারী, শৌলমারী ইউনিয়নের তিস্তা নদীর চর গ্রামগুলো তলিয়ে যেতে শুরু করেছে বলে সেখানকার জনপ্রতিনিধিরা জানায়।

তারা বলেন, পানি হু-হু করে বাড়ছে। নদী সংলগ্ন এলাকার বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। 

টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান মো. ময়নুল হক বলেন, আমার ইউনিয়নের প্রায় ৩০০ পরিবার পানিবন্দী। তাদের শুকনো খাবার দেওয়া হয়েছে। 

পড়ুনসারাদেশের সঙ্গে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন 

/ইয়াছিন সিথুন/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়