ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২১, ১৮ জুন ২০২২   আপডেট: ১১:০৪, ১৮ জুন ২০২২
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

শুক্রবার (১৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের ঋশিল্পী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরা শহরের পলাশপোলের কাদির ফকিরের ছেলে শাহ বজলুর রহমান (৫৫), একই এলাকার ময়েন ড্রাইভারের ছেলে আব্দুস সালাম (৩৫)। আহত ব্যক্তি হলেন পলাশপোলের নজরুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (৫৪)।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন হাফিজুল ইসলাম জানান, তাকে ও বজলুর রহমানকে নিয়ে আবদুস সালাম মোটরসাইকেলে করে পাটকেলঘাটা থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ঋশিল্পীর সামনে নিয়ন্ত্রণ হারানো একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

সাতক্ষীরা কাটিয়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এস আই) কিশোর রায় জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। রাস্তার ওপর পড়ে থাকা বেতনা নদী খননের মাটি বৃষ্টিতে ভিজে রাস্তা পিচ্ছিল হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

শাহীন গোলদার/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়