ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

পুলিশ পরিচয়ে বসতবাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ১৮ জুন ২০২২   আপডেট: ১৭:০৯, ১৮ জুন ২০২২
পুলিশ পরিচয়ে বসতবাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে মধ্যরাতে বসতবাড়িতে ঢুকে পুলিশ পরিচয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা বলছেন, এতে তাদের ১৬ ভরি স্বর্ণ ও ৪ লাখ টাকা লুট হয়েছে।

শনিবার (১৮ জুন) রাত ২টার দিকে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া গ্রামের গদাধর হালদারের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে সকালের দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে ধামরাই থানা পুলিশ।

ভুক্তভোগী গধাধর হালদারের স্ত্রী বিভা রানী বলেন, ‘আমার চার ছেলের বিয়ে হয়েছে। চাকরিজীবী মেজো ও ছোট ছেলে পরিবার নিয়ে ঢাকায় থাকে। মুদি দোকানি বড় ছেলে ও মাছ ব্যবসায়ী সেজো ছেলে আমাদের সাথে এখানে থাকে। একই জায়গায় টিনশেডের একটি বাড়ির চারটি কক্ষে সেজো ছেলে ও তার পরিবারসহ আমরা স্বামী-স্ত্রী থাকি। পাশেই দুই কক্ষ বিশিষ্ট আরেকটি বাড়িতে থাকে বড় ছেলে ও তার স্ত্রী, সন্তান।’

তিনি বলেন, ‘গতকাল রাত ২টার দিকে দরজায় শব্দ শুনে আমার ঘুম ভাঙ্গলে উঠে যাই। এসময় কিছু বুঝে ওঠার আগেই চার জন ঘরে ঢুকে আমার গলায় চাকু ধরে বলে, শব্দ করবি না। তখন জিজ্ঞেস করলে, তারা থানা থেকে আসছে বলে জানায়। বলে, আমার ঘরে অবৈধ অস্ত্র আছে। তখন চিৎকার দিতে গেলে তারা আমাকে মেরে ফেলবে বলে। এসময় আমার গলার চেইনটা ছিঁড়ে নেয়। এরপর সবগুলো ঘরের আলমারিতে লুটতরাজ চালায়। আমার ঘরে বড় ছেলের স্ত্রী ও আমার ১৬ ভরি গয়না ও নগদ প্রায় ৪ লাখ টাকা ছিল। তারা সব নিয়ে চলে গেছে। পরে বুঝতে পারি, বাড়ির পেছনের জানালার গ্রিল কেটে ডাকাতরা ঢুকেছিল।’

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি জানালার গ্রিল কেটে চুরির উদ্দেশে বাড়ির ভেতরে প্রবেশ করেছিল দুর্বৃত্তরা। তবে বাড়ির লোকজন জেগে যাওয়ায় অস্ত্রের মুখে তারা লুটতরাজ করেছে বলে ধারণা করছি। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরিফুল ইসলাম/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়