ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:২২, ২০ জুন ২০২২  
শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদীতে দূর্ঘটনা এড়াতে  শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে সকল ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

আবহাওয়া স্বাভাবিক হলে এবং পরবর্তি নির্দেষ পাওয়া গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলে জানা গেছে।

রোববার (১৯ জুন) পদ্মা নদীতে তীব্র ঘূর্নী স্রোতের তোরে বৈরী আবহাওয়ার কারণে রোববার রাত ১০ টার দিকে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে সকল (৫ টি) ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশ অভ্যন্তরিন নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি'র) ব্যবস্থাপক (বানিজ্য) ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রাত ১০টা পর্যন্ত শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে লঞ্চ চলাচল করেছিলো। কিন্তু হঠাৎ করে বৈরী আবহাওয়ায় ঝড়ো হাওয়ার কারনে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। এ কারণে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাত ১০ টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

আবহাওয়া স্বাভাবিক হলে সোমবার (২০ জুন) সকাল থেকে পুনরায় শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে চলাচল শুরু হবে বলে জানান তিনি।

শেখ মোহাম্মদ রতন/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়