ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ঝালকাঠিতে কুকুরের কামড়ে আহত অর্ধশত

ঝালকাঠি প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪২, ২১ জুন ২০২২  
ঝালকাঠিতে কুকুরের কামড়ে আহত অর্ধশত

ঝালকাঠি শহরে দলবদ্ধ কুকুরের কামড়ে একদিনে পুলিশ, শিশুসহ অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুন) দুপুর পর্যন্ত আহতদের মধ্যে ৪০ জন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শহরের ফায়ার সার্ভিস মোড়, কুমারপট্টি সড়ক, প্রেস ক্লাব সড়ক, সাধনার মোড় ও চাঁদকাঠি এলাকায় কুকুরের কামড়ে আহত হন তারা।

কুকুরের কামরে আহত সৈয়দ আবু শহিদ বলেন, বাসা থেকে বের হওয়ার পরে পিছন থেকে এসে একটি কুকুর আমাকে কামর দেয়। আমি ঝালকাঠি সদর হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছি।

ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স মনিন্দ্র নাথ দত্ত বলেন, কুকুরের কামরে আক্রান্তদের সুস্থ হতে দুইটি ভ্যাকসিন দরকার। এর মধ্যে রেভিক্স ভ্যাকসিন হাসপাতালে থাকলেও রেভিক্স আইজি ভ্যাকসিন ছিল না। এটা রোগীদের বাহির থেকে কিনে আনতে হচ্ছে।

ঝালকাঠি সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আবু আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অলোক/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়