ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বন্যার্তদের জন্য ত্রাণ পাঠালো চাঁদপুরবাসী

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১১, ২২ জুন ২০২২  
বন্যার্তদের জন্য ত্রাণ পাঠালো চাঁদপুরবাসী

সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের জন্য ত্রাণ সহযোগিতা পাঠিয়েছে চাঁদপুরবাসী।  'মানুষ মানুষের জন্য' স্লোগানকে লালন করে প্রায় ৫০০ পরিবারের জন্য এই ত্রাণ সামগ্রী পাঠিয়েছে চাঁদপুর যুবসমাজ নামের একটি সংগঠন।

মঙ্গলবার (২২ জুন) রাতে চাঁদপুর শহরের পুরানবাজার লোহারপুল এলাকা থেকে ট্রাকে করে এই ত্রাণ সামগ্রী রওনা হয়।

ত্রাণের প্রতিটি বস্তায় রয়েছে মুড়ি, বিস্কুট, চিড়া, গুড়া দুধ, খাবার স্যালাইন, ওষুধ, বিশুদ্ধ খাবার পানিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য।

চাঁদপুরের পুরানবাজার যুবসমাজের পক্ষে মো. সোহাগ গাজী বলেন, “মানুষ মানুষের জন্য’ এই স্লোগানে চাঁদপুরের ব্যবসায়ী, গণমান্য ব্যাক্তি এবং প্রবাসীরা মিলে ২ লাখ ২০ হাজার টাকা বন্যার্তদের জন্য সংগ্রহ করেছি। ওই টাকায় শুকনা খাবারসহ অতিজরুরি কিছু ত্রাণ সামগ্রী চাঁদপুর জেলার পক্ষে সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা সিলেট ও সুনামগঞ্জের মানুষের এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্যই এই উদ্যোগ গ্রহণ করেছি।” 

অমরেশ/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়