ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চাল আমদানিতে শুল্ক কমলো

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ২৪ জুন ২০২২   আপডেট: ১৫:২০, ২৪ জুন ২০২২
চাল আমদানিতে শুল্ক কমলো

চালের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। ফলে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে এতদিন চাল আমদানি বন্ধ থাকলেও এখন থেকে আমদানিকারকেরা ১০ শতাংশ শুল্ক দিয়ে ভারত থেকে চাল আমদানি করতে পারবেন।

হিলি স্থলবন্দরের আমদানিকারক রবিউল ইসলাম সুইট বলেন, আগে ২৫ শতাংশ শুল্ককর দিয়ে ভারত থেকে চাল আমদানির অনুমতি ছিল। কিন্তু শুল্ককর বেশি হওয়ার কারণে আমদানিকারকেরা চাল আমদানি করছিলেন না। ফলে চাল আমদানি বন্ধ ছিল। এ কারণে বোরো ধানের ভরা মৌসুমেও চালের বাজার অস্থির হয়ে উঠে। এই অবস্থায় সরকার চালের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে চাল আমদানিতে ২৫ শতাংশ শুল্ককর কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করে।

উল্লেখ্য, অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ বাড়িয়ে দাম কমানোর উদ্দেশ্যে চাল আমদানিকে উৎসাহিত করতে চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত আমদানি শুল্ক কমিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ জুন) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। 

/মোসলেম/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়