ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নয় লঞ্চে করে পদ্মা পাড়ে যাচ্ছেন পটুয়াখালীর বিশ হাজার মানুষ

পটুয়াখালী (উপকূল)প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ২৪ জুন ২০২২  
নয় লঞ্চে করে পদ্মা পাড়ে যাচ্ছেন পটুয়াখালীর বিশ হাজার মানুষ

পদ্মা সেতুর  উদ্বোধন হচ্ছে কাল। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে নয়টি লঞ্চে পটুয়াখালী থেকে ২০ হাজার মানুষ পদ্মা পাড়ে যাচ্ছেন।

শুক্রবার (২৪ জুন) দুপুরে পটুয়াখালী থেকে পদ্মা পাড়ের উদ্দেশ্যে ৬টি লঞ্চ ছেড়ে গেছে। সন্ধ্যায় আরো ৩টি লঞ্চ ছাড়বে।

জানা যায়, দুপুরে গলাচিপা থেকে ১টি, দশমিনা থেকে ১টি, কলাপাড়া ও রাঙ্গাবালী থেকে ১টি, বাউফল থেকে ২টি ও মির্জাগঞ্জ থেকে ১টি লঞ্চ পদ্মা পাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সন্ধ্যায় পটুয়াখালী সদর ও দুমকী থেকে আরো ৩টি লঞ্চ ছেড়ে যাবে।

পটুয়াখালী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সোহেল বলেন, ‘পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে জেলা যুবলীগের প্রায় ৪ হাজার নেতা-কর্মী স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে রওয়ানা দিয়েছে। আমরা পটুয়াখালীবাসী প্রধানমন্ত্রীর নিকট চির কৃতজ্ঞ।’

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর বলেন, ‘লঞ্চগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে। নেতা-কর্মীদের স্লোগানে লঞ্চ টার্মিনাল মুখরিত। দীর্ঘ দিনের ভোগান্তি লাঘব হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’

ইমরান/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়