ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বগুড়ায় বিপৎসীমার নিচে নামলো যমুনার পানি

বগুড়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ২৫ জুন ২০২২   আপডেট: ১৫:১২, ২৫ জুন ২০২২
বগুড়ায় বিপৎসীমার নিচে নামলো যমুনার পানি

বগুড়ায় যমুনা নদীর পানি কমে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার (২৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ জুন) যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করে। মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যা পর্যন্ত পানি ৬৪ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। এর পরের দিন থেকে পানি কমতে শুরু করে।

বগুড়া ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য মতে, বন্যার পানিতে বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা এবং ধুনটের ১৪টি ইউনিয়নের ১৬ হাজার ৭৮০টি পরিবারের ৭৮ হাজার ৪৪৮ জন মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যায় এই জেলায় একজনের মৃত্যু হয়েছে।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) এনামুল হক বলেন, ‘বন্যায় ৩ হাজার ৪৮৫ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছিলো। পানি নেমে যাচ্ছে। এখন ক্ষতির পরিমাণ বের করা যাবে।’

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, ‘পানি হ্রাস পাওয়া অব্যাহত রয়েছে। নতুন করে আর পানি বৃদ্ধির সম্ভাবনা নেই।’

এনাম/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়