ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডিভিএম ডিগ্রি পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ২৬ জুন ২০২২   আপডেট: ১১:৪৮, ২৬ জুন ২০২২
ডিভিএম ডিগ্রি পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঝিনাইদহর সরকারি ভেটেরিনারি কলেজে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি পুনর্বহালের  দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। 

রোববার (২৬ জুন) সকাল ৮টা থেকে কলেজের সামনের চুয়াডাঙ্গা-ঝিনাইদহ-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। 

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয় সরকারি ভেটেরিনারি কলেজ থেকে শিক্ষা শেষে তাদের ডিভিএম ডিগ্রি দেওয়া হবে। কিন্তু শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিভিএম ডিগ্রি না দিয়ে ভেট সায়েন্স ডিগ্রি দিতে চাই। কিন্তু আমাদের সব কোর্স ডিভিএমের। তাই বিজ্ঞপ্তি অনুসারে ডিভিএম ডিগ্রি পুনর্বহালের দাবিতে আমাদের বিক্ষোভ। 

তারা আরো জানান, এর আগেও প্রশাসন একাধিকবার আমাদের আশ্বাস দিয়েও দাবি মানেনি। তাই পুনরায় আমরা আন্দোলনে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলবে।

এ বিষয়ে জানতে ঝিনাইদহর সরকারি ভেটেরিনারি কলেজের অধ্যক্ষ ড. আতাউর রহমান ভূঁইয়া সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

রাজিব/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়