ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘সরকার চাইলে কোস্টগার্ড হাওরাঞ্চলে কাজ করবে’

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ২৬ জুন ২০২২  
‘সরকার চাইলে কোস্টগার্ড হাওরাঞ্চলে কাজ করবে’

বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী বলেছেন, ‘বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্থ মানুষদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্র নেওয়াসহ ত্রাণ সহযোগিতা অব্যাহত রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী বন্যা দুর্গত এলাকায় যতোদিন কোস্টগার্ড থাকা দরকার তারা থাকবে।’ 

রোববার (২৬ জুন) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের পুরান লক্ষণশ্রী, গুচ্চগ্রামের পাঁচ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

হাওর এলাকায় উদ্ধার তৎপরতায় সুনামগঞ্জে কোস্টগার্ড মোতায়েন প্রসঙ্গে আশরাফুল হক চৌধুরী বলেন, ‘সরকার চাইলে কোস্টগার্ড হাওরাঞ্চলে কাজ করবে। সরকারি নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জে বোর্ডসহ জনবল নিয়োগ করা হবে। বন্যায় সুনামগঞ্জের মানুষ যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের সহযোগিতার জন্য সরকার আমাদের নির্দেশনা দিলে আমরা দুঃস্থ লোকদের পুনর্বাসনের কার্যক্রম চালিয়ে যাবো।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোস্টগার্ড সমুদ্র এবং উপকূলীয় এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিচালনা করে থাকেন। সুনামগঞ্জ-সিলেটে বন্যা দুর্গত এলাকায় যখন আমাদের নিয়োজিত করা হয়েছে তখন বাংলাদেশ কোস্টগার্ড দ্রুত সুনামগঞ্জে এসে মানুষের সেবা দেওয়া শুরু করেছে। পানিবন্দি মানুষদের উদ্ধার এবং ত্রাণ তৎপরতা শুরু করেছে। স্থানীয় প্রশাসন এবং অন্য বাহিনীর সঙ্গে কোস্টগার্ড এক সঙ্গে উদ্ধার কাজ করছে।’  

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোস্টগার্ডের পরিচালক (গোয়েন্দা) ক্যাপ্টেন এম শরীফুল হক খান, ঢাকা জোনের পরিচালক কমান্ডার মুস্তাফিজুর রহমান, সুনামগঞ্জের দায়িত্বে স্টেশন অফিসার লে. কমান্ডার সোহেল মোল্লা, স্টাফ অফিসার গোয়েন্দা লে. আকিব আরাফাত প্রমুখ।

এদিকে সুনামগঞ্জের উচু এলাকা থেকে বন্যার পানি নামলেও দুর্ভোগ কমেনি। জেলাজুড়ে ত্রাণের জন্য হাহাকার রয়েছে। কিছু এলাকার পানি নামায় আশ্রয়কেন্দ্রে থাকা মানুষজন নিজ ঘরে ফিরলেও তাদেরে মধ্যে দেখা দিয়েছে হতাশা। বানের জলে ভাসিয়ে নিয়ে গেছে অনেকের ঘর-বাড়ি। অনেকের ঘরও ভেঙে গেছে। ক্ষতিগ্রস্থ মানুষদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন হাওরবাসী।

আল আমিন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়