ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ‘ডা.’ লেখার সুযোগ দাবি

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫০, ২৬ জুন ২০২২  
হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ‘ডা.’ লেখার সুযোগ দাবি

হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ‘ডাক্তার/ডা.’ লেখা ও উচ্চ শিক্ষার সুযোগের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে মন্ত্রিপরিষদে অনুমোদিত ‘হোমিওপ্যাথিক চিকিৎসা আইন-২০২১’ অবিলম্বে জাতীয় সংসদে পাস করার দাবি জানানো হয়।

রোববার (২৬ জুন) বেলা ১১টায় ডি. বি. খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়োজনে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা ডি. বি. খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কলেজ শাখার সভাপতি অধ্যক্ষ ডা. জাহিদা আক্তার মিতার সভাপতিত্বে ও সদস্য ডা. আব্দুল ওহাব আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রভাষক ডা. সৈয়দ কামরুজ্জামান, প্রভাষক ডা. আমিরুল ইসলাম মুকুল, চিকিৎসক ফজলে মাহমুদ, ডা. ইকরামুল হক, ডা. কামরুল ইসলাম, ডা. আব্দুল্লাহ হাবিব, ইন্টার্ন চিকিৎসক আব্দুল আজিজ, ইন্টার্ন চিকিৎসক ফারজানা মিতা প্রমুখ। 

বক্তারা বলেন, অবিলম্বে হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার লেখা ও উচ্চ শিক্ষার সুযোগ দিতে হবে এবং সংসদে আইন পাস করতে হবে।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
 

শাহীন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়