ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সূর্যকুণ্ডু গ্রামের ক্ষুদে ফুটবলাররা পেলো নতুন ফুটবল 

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ২৭ জুন ২০২২   আপডেট: ১০:৩৪, ২৭ জুন ২০২২
সূর্যকুণ্ডু গ্রামের ক্ষুদে ফুটবলাররা পেলো নতুন ফুটবল 

মাগুরার মহম্মদপুর উপজেলার সূর্যকুণ্ডু গ্রামের সেই ক্ষুদে ফুটবলাররা পেলো নতুন ফুটবল। 

গত ১৯ জুন  নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমে ‘টানটান উত্তেজনার এক ম্যাচ’- শিরোনামে ভিডিও প্রতিবেদন প্রকাশিত হলে গ্রামের এই ক্ষুদে ফুটবলারদের নিয়ে সাড়া পড়ে।

সোমবার (২৭ জুন) সকালে মহম্মদপুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যক্ষ মিজানুর মিলনের উদ্যোগে ক্ষুদে খেলোয়াড়দের হাতে নতুন ফুটবল তুলে দেওয়া হয়।

নতুন বল পেয়ে উপজেলা সদরের সূর্যকুণ্ডু গ্রামের এবতেদায়ি মাদ্রাসা মাঠে শিশুরা খেলায় মেতে উঠে। 

ক্ষুদে ফুটবলার সামিউল, সাহেব ও আলমগীর জানায়, আমাদের ফুটবল ছিলো না। বাতাস বের হয়ে যায় এরকম একটি ফুটবল তারা খেলতো। নতুন একটি ভালো মানের ফুটবল পেয়ে খুব খুশি তারা।

গ্রামের বাসিন্দা ইমান উদ্দিন জানান, শিশুরা নতুন একটি ফুটবল পেয়ে দারুণ খুশি। এই শিশুদের মধ্যে থেকেই হয়ত কৃতি ফুটবলার বের হয়ে আসবে।

মহম্মদপুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যক্ষ মিজানুর মিলন বলেন, রাইজিংবিডি ডটকমে শিশুদের ফুটবল খেলা নিয়ে ভিডিওটি দেখে অনুপ্রাণিত হয়ে তাদেরকে এই ফুটবল প্রদান করি। ভবিষ্যতে এসব শিশুদের জন্য আরও ক্রীড়া সামগ্রী দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

শাহীন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়