ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মোবাইল নিয়ে ঝগড়া, প্রাণ গেলো গৃহবধূর

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ২৭ জুন ২০২২   আপডেট: ১৩:৩৪, ২৭ জুন ২০২২
মোবাইল নিয়ে ঝগড়া, প্রাণ গেলো গৃহবধূর

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মোবাইল নিয়ে ঝগড়ার জের ধরে এক গৃহবধূ মেরিনা আক্তারের (২৫) মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকেই তার স্বামী গা ঢাকা দিয়েছেন। তবে জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর শ্বশুর ও শ্বাশুড়িকে থানায় নিয়ে গেছে পুলিশ।

মেরিনা উপজেলার সোনাদিয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মাইজচরা গ্রামের মো.মহিউদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুন) সকাল ৮ টার দিকে স্বামী মো.মহিউদ্দিনের সঙ্গে মোবাইল ফোন নিয়ে স্ত্রী মেরিনার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মহিউদ্দিন কাঠের পিঁড়ি দিয়ে মেরিনার শরীরে একাধিকবার আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন বলেন, ওই গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন ছিল না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, সোমবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে মোবাইল নিয়ে ঝগড়ার কারণে স্বামী স্ত্রীকে মারধর করে। অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিলে চিকিৎসক গৃহবধূকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

/সুজন/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়