ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ফেরি পারাপারে ভোগান্তি নেই পাটুরিয়ায় 

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ২৮ জুন ২০২২   আপডেট: ১৩:০৭, ২৮ জুন ২০২২
ফেরি পারাপারে ভোগান্তি নেই পাটুরিয়ায় 

পাটুরিয়া ঘাটে যানজন না থাকায় সহজেই ফেরিতে উঠছে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে নদীতে তীব্র স্রোত থাকায় ফেরি পারাপারে দিগুন সময় লাগছে। তবে পদ্মা সেতু উদ্বোধনের পর এ নৌরুটে যানবাহনের চাপ কম থাকায় ভোগান্তি ছাড়াই ফেরি পারাপার হতে পারছে যানবহনগুলো। 

মঙ্গলবার (২৮ জুন) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ টি জেলায় প্রবেশের অন্যতম ব্যস্ততম পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে সব জেলার দূরপাল্লার পরিবহন বাসের চাপ কমেছে। এছাড়া সাধারণ পণ্যবাহী ট্রাকের বাড়তি চাপও নেই। ছোট গাড়িরও নেই কোনো সিরিয়াল। ফলে নদীতে তীব্র স্রোত ও ফেরি পারাপারে দ্বিগুণ সময় লাগা সত্বেও যানবহনগুলো কোনো ভোগান্তি ও সিরিয়াল ছাড়াই ফেরি পার হচ্চে। এছাড়া নির্বিগ্নে গাড়ি পারাপার করতে এ নৌরুটে ২১ টি ফেরি চলাচল করায় সাধারন মানুষ স্বস্তিতে চলাচল করতে পারছেন। 

ট্রাক চালক মিনহাজ উদ্দিন বলেন, ‘সারা বছর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট দিয়ে মালামাল নিয়ে মোংলা বন্দরে যাই। জরুরি পণ্য হওয়ার পরও তিন ঘন্টার আগে কখনো এ নৌরুট পার হতে পারেনি। তবে আজ টিকেট কেটে মাত্র ৩০ মিনিটে ফেরিতে উঠে গেছি।’ 

দিগন্ত পরিবহনের যাত্রী মুন্না মিয়া বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের পর এ নৌরুটে যানবাহনের চাপ কমেছে। ফলে আগের মতো আর ভোগান্তি নেই। কিছুদিন আগেও এই রুটে ফেরি পারাপারে দিগুন সময় লাগতো। ভোগান্তির সীমা ছিল না। তবে এখন ফেরি পারাপারে সময় বেশি লাগলেও কোন ভোগান্তি নেই।’ 

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো.খালেদ নেওয়াজ বলেন, ‘পদ্মা সেতু আমাদের জন্য আশীর্বাদ। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে নদীতে তীব্র স্রোত থাকলেও পর্যাপ্ত ফেরি চলাচল করায়  ঘাটে কোনো ভোগান্তি নেই। এ নৌরুটে ২১টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। 

চন্দন/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়