ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

কালীগঞ্জে ৫০০ কৃষক পেলেন প্রণোদনা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ২৯ জুন ২০২২   আপডেট: ০১:০৪, ৩০ জুন ২০২২
কালীগঞ্জে ৫০০ কৃষক পেলেন প্রণোদনা

গাজীপুরের কালীগঞ্জে ৫০০ কৃষকদের মধ্যে বিনামূল্যে ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

বুধবার (২৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কৃষি প্রণোদনা প্রদান করা হয়।

কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এম.পি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসদ-উল-আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ ফারজানা তাসলিম উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০২১-২০২২ অর্থ বছরে খরিফ-২/ ২০২২-২৩ মৌসুমে উফশী জাতের রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক প্রতিটি কৃষককে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি করে রোপা আমন ধানের বীজ প্রদান করা হয়।  

কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর, জামালপুর ও তুমুলিয়া ইউনিয়নে ১২০ জন করে, কালীগঞ্জ পৌরসভা ও বাহাদুরসাদী ইউনিয়নে ৫০ জন করে, বক্তারপুর ও জাঙ্গালিয়া ইউনিয়নে ২০ জন করে মোট ৫০০ জন কৃষকের প্রত্যেকের মধ্যে এ কৃষি প্রণোদনা প্রদান করা হয়।

রফিক সরকার/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়