ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাগেরহাটে লরি ও ট্রলির সংঘর্ষে আহত ৪ 

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ২৯ জুন ২০২২  
বাগেরহাটে লরি ও ট্রলির সংঘর্ষে আহত ৪ 

বাগেরহাটে খুলনা-ঢাকা মহাসড়কে জ্বালানি তেল পরিবহনে ব্যবহৃত লরির সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে  চালকসহ ৪ জন আহত হয়েছেন। আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বুধবার (২৯ জুন) সকাল ১১টার দিকে জেলার মোল্লাহাট উপজেলার দেড়বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- খাঁ মিয়া (২৮), রুমান শিকদার (২৫), তায়েব খাঁ (২৫) ও সজীব খাঁ (২৪)। এদের প্রত্যেকের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার বল্লাহাটি গ্রামে। 

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান জানান, খুলনা-ঢাকা মহাসড়কের দেড়বোয়ালিয়া এলাকায়  গোপালগঞ্জ থেকে আসা তেল পরিবহনে ব্যবহৃত লরির সঙ্গে মোল্লাহাট গামী একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রলির চালকসহ ৪ জন আহত হন। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো জানান, এঘটনায় তেল ভর্তি লরি ও ট্রলিটিকে জব্দ করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। দুর্ঘটনার পরেই লরির চালক পালিয়ে গেছে। পরবর্তী আহনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টুটুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়