ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

চলন্ত বাসে ডাকাতি, আটক ৩

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ২৯ জুন ২০২২  
চলন্ত বাসে ডাকাতি, আটক ৩

প্রতীকী ছবি

রাজধানীর সাভারে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুন) দিবাগত রাতে ‘সিংড়া এলিগেন্স’ পরিবহনে ডাকাতির ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- ফিরোজ ইসলাম বিজয় (৩০), হৃদয় (২৫) ও মাহমুদ খলিল (৪০)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গাবতলী থেকে বাসটি ছেড়ে যায়। সাভারের বাইপাইল এলাকায় পৌঁছালে কয়েকজন ডাকাত যাত্রীবেশে উঠে। বাসটি টাঙ্গাইলের কাছাকাছি পৌঁছালে ডাকাতরা বাসের চালককে ছুরিকাঘাত করে বাসের নিয়ন্ত্রণ নিয়ে রাতভর যাত্রীদের কাছ থেকে মালামাল লুট করে। পরে বাসটি সাভারের বিপিএটিসি এলাকায় রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হাতেনাতে দুই ডাকাতকে আটক করা হয়। পরবর্তীতে সন্দেহভাজন হিসেবে বাসের টিকেট চেকার মাহমুদ খলিলকে আটক করা হয়।

বাসের সুপারভাইজার মকবুল হোসেন বলেন, ‘বাইপাইল থেকে কয়েকজন ডাকাত যাত্রীবেশে বাসে উঠে। গাড়িটি টাঙ্গাইলের কাছাকাছি পৌঁছালে ডাকাতদের কয়েকজন আমাদের উপর হামলা চালায়। পরে তাদের মধ‌্যে থেকে একজন গাড়ি চালায়। ভোরে দেখি আমরা সাভারে।’

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) মজিবুর রহমান বলেন, ‘আমরা হাতেনাতে দুই ডাকাতকে আটক করেছি। আর বাসের টিকিট চেকারকে আশুলিয়া থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। অন্য ডাকাতদের আটকের চেষ্টা চলছে।’

সাব্বির/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়