এনজিও’র নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ২
জয়পুরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

জয়পুরহাটের কালাই উপজেলায় আমানতের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সবুজ বাংলা উন্নয়ন কর্মসংস্থার সভাপতি যোবায়ের হাসান ও কোষাধ্যক্ষ আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৯ জুন) দুপুরে সাড়ে ৩টার দিকে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এ সব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন।
গ্রেপ্তার যোবায়ের হাসান উপজেলার সুড়াইল গ্রামের আব্দুল লতিফের ছেলে। আর আব্দুল কাদের একই গ্রামের মৃত অলিমুদ্দিন সাখিদারের ছেলে। ওসি জানান, ওই এনজিও’র কর্মকর্তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে। গ্রেপ্তারকৃতরা এখন কারাগারে রয়েছেন।
ওই এনজিও’র সাধারণ সম্পাদক ইমরান হাসান ওরফে গোলাম রব্বানী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।
শামীম/বকুল
আরো পড়ুন