ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

স্ত্রীকে জবাই করে হত্যায় স্বামীসহ দুজনের ফাঁসির আদেশ

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ৩০ জুন ২০২২   আপডেট: ১৫:২০, ৩০ জুন ২০২২
স্ত্রীকে জবাই করে হত্যায় স্বামীসহ দুজনের ফাঁসির আদেশ

গাইবান্ধায় স্ত্রীকে জবাই করে হত্যার পর লাশ গুম করার অপরাধ প্রমাণিত হওয়ায় স্বামীসহ ২ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ রায় এ ঘোষণা করেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন হাজী মো. সাাইফুল ইসলাম ওরফে বাটপার সাইফুল ও আব্দুল করিম। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালে সাঘাটা উপজেলার কামালেরপাড়া গ্রামের হাজী মো. সাইফুল ইসলাম সঙ্গে একই উপজেলার ওসমানের পাড়া গ্রামের পারভীন বেগমের (২৩) বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের কলহ চলে আসছিলো। এ ঘটনায় ক্ষুব্ধ স্ত্রী একপর্যায়ে তার বাবার বাড়িতে চলে যায়। এরপর স্ত্রীকে পরিকল্পিত হত্যার উদ্দেশে সাইফুল শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে বাড়িতে নিয়ে যায়। ২০১৭ সালের ২৬ জুলাই রাতে দণ্ডপ্রাপ্ত দুজন মিলে স্ত্রী পারভীন বেগমকে জবাই করে হত্যা করে বসতবাড়ির ল্যাট্রিনের সেফটি ট্যাংকির ভিতরে লুকিয়ে রাখে।  এ ব্যাপারে ৩০ জুলাই পারভীনের ভাই আজিজুর রহমান বাদী হয়ে সাঘাটা থানায় একটি মামলা দায়ের করেন । পরে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশ সেফটি ট্যাংক থেকে পারভীন বেগমের লাশ উদ্ধার করে। 

সিদ্দিক আলম দয়াল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়