ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হাসপাতালের ৫ কোটি টাকার বিল জালিয়াতির অভিযোগ দুদকে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫২, ৩০ জুন ২০২২  
হাসপাতালের ৫ কোটি টাকার বিল জালিয়াতির অভিযোগ দুদকে

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বি

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের হিসাব রক্ষক ও ঠিকাদার মিলে ৫ কোটি টাকার বিল জালিয়াতির ঘটনা ঘটেছে। এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে দুদক চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে দুদকে এই লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বি অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

দুদক চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ পরিচালক নাজমুছ সাদাত জানান, হাসপাতালের একজন হিসাব রক্ষক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকসহ ৪ জনকে অভিযুক্ত করে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালের যন্ত্রাংশ ক্রয়ে ৫ কোটি টাকার বিল জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। অভিযোগটি ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়