ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাঙামাটি শহরে ১৩টি দোকান পুড়ে ছাই

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ২ জুলাই ২০২২   আপডেট: ১৫:৩৫, ২ জুলাই ২০২২
রাঙামাটি শহরে ১৩টি দোকান পুড়ে ছাই

রাঙামাটি শহরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকানঘর ও ২টি বাসাবাড়ি পুড়ে গেছে। রাঙামাটি ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুন নেভাতে গিয়ে ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (১ জুলাই) রাত ৩ টার দিকে শহরের কলেজ গেইট এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩ টার দিকে কলেজ গেইট মসজিদের সামনে একটি দোকানে আগুনের ফুলকি দেখা যায়। মানুষ কোন কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. রফিকুজ্জামান বলেন, ‘আমরা রাত ৩টা ১০ মিনিটে খবর পেয়েছি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাই। আমাদের দুটি ইউনিট কাজ করায় আগুন আর বেশিদূর ছড়াতে পারেনি।’

তিনি বলেন, ‘নিচে অনেক বাড়িঘর ছিলো। কোন কারণে যদি আগুন নেভাতে দেরি হতো তাহলে কয়েশত বাড়িঘর আগুনে পুড়ে ছাই হয়ে যেতো। আগুনে ১৩টি দোকান ভষ্মীভূত হয়েছে। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে আমরা পরে জানাতে পারবো।’

বিজয়/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়