ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্বাস্থ্য কমপ্লেক্সের বেসিনে নবজাতকের মরদেহ

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ২ জুলাই ২০২২   আপডেট: ২১:২২, ২ জুলাই ২০২২
স্বাস্থ্য কমপ্লেক্সের বেসিনে নবজাতকের মরদেহ

বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেসিন থেকে ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ্ মো. মহিবুল্লাহ বলেন, ‘বেসিন পরিষ্কারের সময় পরিচ্ছন্নতাকর্মীরা নবজাতকের মরদেহ দেখতে পান। বিষয়টি পুলিশকে জানালে তারা এসে মরদেহটি উদ্ধার করেন।’

তিনি আরও বলেন, ‘নবজাতকটির আকার-আকৃতি দেখে মনে হচ্ছে ২০ থেকে ২৫ সপ্তাহের হতে পারে। এটা ভ্রূণ ও জন্ম নেয়ার মাঝামাঝি পর্যায়। কেউ হয়তো ইচ্ছা করে গর্ভপাত করে এখানে ফেলে রেখে গেছেন।’

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুজ্জামান বলেন, ‘নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পরবর্তী অনুসন্ধান ও আইনি ব্যবস্থা নেয়ার জন্য নবজাতকের ডিএনএ প্রোফাইল সংরক্ষণের জন্যও আবেদন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নবজাতকের মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে।’

টুটুল/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়