ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নরসিংদীর ‘বাহুবলী’ ৭ লাখ টাকা

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৪, ৩ জুলাই ২০২২  
নরসিংদীর ‘বাহুবলী’ ৭ লাখ টাকা

নরসিংদীর ষাঁড় ‘বাহুবলী’। যার ওজন প্রায় ২০ মণ। ভারতীয় সিনেমায় একটি ষাঁড়ের দৃশ্য অনুকরণে রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ মিটাবন হাটি গ্রামের কৃষক চান মিয়া এটির নাম রেখেছেন বাহুবলী। উচ্চতা ৫ ফুট, লম্বায় ৯ ফুটেরও বেশি। শাহীওয়াল জাতের ষাঁড়টি কোরবানিতে বিক্রি করতে প্রস্তুত করেছেন কৃষক চান মিয়া। দাম হাঁকা হচ্ছে ৭ লাখ টাকা।

চান মিয়ার ছেলে রাশেদ মিয়া বলেন, বাবা একটি গাভী পালন করতেন। সেই গাভীর গর্ভে জন্ম নেয় এ ষাঁড় বাছুরটি। শাহীওয়াল জাতের বাছুরটিকে দেশীয় পদ্ধতিতে কাঁচা ঘাস, খড়, ছোলার খৈল, মসুরী ডালের খৈল, মটরসহ বিভিন্ন ধরনের খাবার খাইয়ে মোটাতাজা করেছেন। গেল কোরবানিতে দাম উঠেছিল আড়াই লাখ টাকা। 

এদিকে, প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষজন এ ষাঁড়টি দেখতে চান মিয়ার বাড়িতে ভিড় করছেন। ষাঁড়টি এখন পর্যন্ত বাজারে উঠানো হয়নি। বাড়িতে পাইকারদের মাধ‌্যমে দাম পাঁচ লাখ টাকা পর্যন্ত উঠেছে। 

মাহমুদ/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়