ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিরাজগঞ্জে আতঙ্ক ছড়ানো বস্তুটি ‘বোমা’ নয়

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ৪ জুলাই ২০২২   আপডেট: ২২:৫১, ৪ জুলাই ২০২২
সিরাজগঞ্জে আতঙ্ক ছড়ানো বস্তুটি ‘বোমা’ নয়

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় কলেজশিক্ষক আব্দুল গফুরের বাড়িতে আতঙ্ক ছড়ানো বস্তুটি বোমা নয়। ঢাকা থেকে বোমা নিষ্ক্রীয় করতে আসা র‌্যাবের দল সেটি উদ্ধারের পরে পরীক্ষা করে ‘বোমা সাদৃশ্য বস্তু’ বলে নিশ্চিত করেছেন।

সোমবার (৪ জুলাই) রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান। তিনি বলেন, ঢাকা থেকে র‌্যাবের মেজর মশিউর রহমানসহ ১২ সদস্যের টিম ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করে। পরীক্ষা-নিরীক্ষার পর বোমা সাদৃশ্য বস্তু বলে জানান তারা। এ সময় সিরাজগঞ্জ র‌্যাব-১২’র ৫ সদস্যের টিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এনায়েতপুর থানার গোপরেখী দক্ষিণপাড়ায় কলেজ শিক্ষক গফুর হোসেনের বাড়িতে বস্তুটি দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার (৩ জুন) রাতে সেটি দেখার পর সকাল সাড়ে ১১টার দিকে থানায় খবর দেওয়া হয়। এরপর থেকে বাড়িটি ঘিরে রাখে এনায়েতপুর থানা পুলিশ।

বাড়ির মালিক শাহজাদপুর ঘোরশাল সাহিত্যিক বরকত উল্লাহ কলেজের প্রভাষক গফুর হোসেন বলেন, ‘‘রাতে একজন আমাকে ফোন করে ‘তোর মিট সেফের নিচে বোমা রাখা আছে’ বলে জানান।’’ 

তিনি বলেন, ‘এরপর সেখানে দেখি কার্টনের মধ্যে তার ও টেপ মোড়ানো বস্তু। পরে সকালে পুলিশকে বিষয়টি অবহিত করি।’

রাসেল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়