ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রোয়াংছড়িতে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ৫ জুলাই ২০২২  
রোয়াংছড়িতে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প

বান্দরবানের দুর্গম রোয়াংছড়িতে  ২৮০জন নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছেবাংলাদেশ সেনবাহিনী।

মঙ্গলবার (৫ জুলাই) সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৬৯পদাতিক ব্রিগেড এ মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে।
পদাতিক ব্রিগেডের মেজর মোরসালিন একথা জানান। 

মেজর মোরসালিন জানান, গত পাঁচ দশকের বেশি সময় ধরে রোয়াংছড়ির দুর্গম পাহাড়ি অঞ্চলে আধুনিক সুযোগ সুবিধা বঞ্চিত দুস্থ মানুষদের পাশে আছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় মেডিক্যাল ক্যাম্প, ত্রান বিতরণ, আর্থিক অনুদানসহ সব ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে সেনাবাহিনী। এছাড়াও, পাহাড়ে উন্নয়ন মূলক যেকোন কর্মকাণ্ডে সেনাবাহিনী অবদান রাখছে। ভবিষ্যতেও সুবধা বঞ্চিত মানুষদের জন্যে ৬৯ পদাতিক ব্রিগেড এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

প্রসঙ্গত, দুর্গম পার্বত্য অঞ্চলে বছরের পর বছর পাহাড়িদের স্বাস্থ্যসেবা নিশ্চিত, করোনার গণটিকাদান কার্যক্রম এবং জরুরি ঔষধ সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনবাহিনী।

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়